হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

আশুলিয়ায় রুবেল মণ্ডল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রুবেল মণ্ডল আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন মণ্ডলের ভাই।

পুলিশ জানায়, আজ দুপুরের দিকে পাড়াগ্রামের পাশের এলাকা দেউনের একটি নির্জন এলাকা থেকে রুবেল মণ্ডলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ মর্গে পাঠিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, আজ দিনের কোনো এক সময় রুবেল মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে রুবেল মণ্ডলকে এলাকায় দেখা গেছে। এরপর আর তাঁকে দেখেননি তাঁরা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, রবিউল মণ্ডলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। তবে কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, হত্যার উদ্দেশ্য এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, ইনকিলাব মঞ্চের অবস্থান পরিবর্তন

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে