হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

আশুলিয়ায় রুবেল মণ্ডল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রুবেল মণ্ডল আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন মণ্ডলের ভাই।

পুলিশ জানায়, আজ দুপুরের দিকে পাড়াগ্রামের পাশের এলাকা দেউনের একটি নির্জন এলাকা থেকে রুবেল মণ্ডলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ মর্গে পাঠিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, আজ দিনের কোনো এক সময় রুবেল মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে রুবেল মণ্ডলকে এলাকায় দেখা গেছে। এরপর আর তাঁকে দেখেননি তাঁরা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, রবিউল মণ্ডলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। তবে কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, হত্যার উদ্দেশ্য এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা