হোম > সারা দেশ > গাজীপুর

ধানখেত থেকে উদ্ধার হওয়া ইগল সাফারি পার্কে হস্তান্তর

গাজীপুর সদর উপজেলার একটি ধানখেত থেকে আহত অবস্থায় উদ্ধার করা একটি ইগল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ইগলটি হস্তান্তর করে বন বিভাগ। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকা থেকে আহত অবস্থায় ইগলটি উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। এরপর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তারা আজ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ইগলটি হস্তান্তর করে। আহত ইগলটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বন বিভাগের ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট কর্মকর্তারা অসুস্থ ইগলটিকে উদ্ধার করে ভাওয়াল রেঞ্জ অফিসে নিয়ে আসেন। ইগলটির চিকিৎসার জন্য আজ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়। এ ছাড়া ইগলটির পায়ে রিং লাগানো থাকায় এটি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হবে।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, অসুস্থ অবস্থায় একটি ইগল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেছে বন বিভাগ। আহত ইগলটির চিকিৎসা চলছে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১