হোম > সারা দেশ > ঢাকা

সব চোখে একটাই স্বপ্ন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেট দিয়ে বের হচ্ছিলেন ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কারো চোখে-মুখে আনন্দ, কারো হতাশা, কারো ভয়। কেউ আবার অভিভাবককে দেখে আবেগ তাড়িত হয়ে পড়ছেন। তবে সবগুলো চোখে একটাই স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিট। সেই একটি সিট পেতে চাইলে ডিঙাতে হবে ৩২ জনকে। ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৬৯৫ জন।   

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মণিরা, প্রীতি ও সানজিদা বসেছিলেন পরীক্ষায়। হল থেকে বের হয়ে নিজেদের মধ্যে মিলিয়ে নিচ্ছেন তাঁদের দেওয়া উত্তরগুলো। কিছু মিলছে, কিছু মিলছে না। কিছুটা থাকছে অজানা।

কেউ কেউ আবার বলছেন, নিজেদের ভয়ের কারণেই পরীক্ষা ভালো হয়নি। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফা জানালেন, নিজের কারণেই পরীক্ষা খুব একটা ভালো দিতে পারেননি। রাফা বলেন, ‘আসলে প্রশ্ন বিগত বছরগুলোর মতোই হয়েছে। আমি নিজেই আসলে হলে ঢুকে ঘাবড়ে গেছি। একটু সময় নিয়েছি ঠিক হওয়ার। বাকিটা আল্লার ইচ্ছা।’ 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী রাজেস দাস বলেন, ‘আমার মোটামুটি ভালোই হয়েছে। ইংরেজি লিখিত পার্টে একটু সমস্যা হয়েছে। এটা আমার নিজের সীমাবদ্ধতা।’ 

বদরুন্নেসা মহিলা সরকারি কলেজের শিক্ষার্থী মোরশিদা খানম বলেন, ‘পরীক্ষা খুব ভালো হয়েছে। আমার মা আমাকে সব সময় অনুপ্রেরণা দিয়েছেন। আমি পরীক্ষাকেন্দ্র থেকে বের হয়ে মাকে খুঁজছি। মাই আমার সবকিছু। মা-বাবা এবং শিক্ষকদের দোয়ায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাব, ইনশাআল্লাহ।’ 

অঙ্ক বেশি, সময় কম
শিক্ষার্থীরা বলছেন, এবারের প্রশ্ন মোটামুটি সহজ ছিল। তবে বেশি সময় দিতে হয়েছে অঙ্কে। পরীক্ষার্থী জান্নাতুল নাঈম রুহী বলেন, ‘প্রশ্ন এভারেজ হয়েছে। তবে অ্যাকাউন্টিংয়ের অঙ্কটা একটু বেশিই ছিল। এই সময়ের মধ্যে এত অঙ্ক আসলে করে ওঠা সম্ভব হয় না।’ 

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মণিরা বলেন, ‘লিখিত অংশটা ঠিক আছে, কিন্তু এমসিকিউতে অনেক অঙ্ক দেওয়ায় সময়টা ওখানে একটু বেশিই লেগেছে। কিন্তু এত সময় ছিল না হাতে। নাম, রোল নম্বরের ঘর পূরণ করা, শিক্ষকদের খাতা সাইন করা—সব মিলিয়ে আবার সেখানেও কিছু সময় চলে যায়। আশা করছি হবে, আবার না-ও হতে পারে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস