ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাসভবনের সামনে (ভিসি চত্বর) তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পাস এলাকায় দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাইনি, বিষয়টি নজরে রাখছি।’
এদিকে ঘটনার পরপরই ক্যাম্পাসে ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাৎক্ষণিক মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগে গত ১৬ নভেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘ঘটনা জেনে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি নজরে রাখছে।’