হোম > সারা দেশ > ঢাকা

দুই ক্যাটাগরিতে সেরা এয়ার অ্যাস্ট্রা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য এয়ার-২০২৪’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

দেশের উড়োজাহাজ চলাচল ও পর্যটন খাতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’-এ চারটি বিভাগে পুরস্কৃত হয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রা।

যাত্রী সন্তুষ্টির প্রতি অবিচল প্রতিশ্রুতির প্রমাণস্বরূপ এয়ার অ্যাস্ট্রা মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন (ডোমেস্টিক) এবং বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডোমেস্টিক)—এই দুই ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।

এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন এয়ারলাইনটির চিফ কমার্শিয়াল অফিসার মেজবাউল ইসলাম।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ বছরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

গ্রাহক পরিষেবা, সময়ানুবর্তিতা ও সামগ্রিক বিমানবন্দর অভিজ্ঞতায় শ্রেষ্ঠত্বের প্রতি এয়ারলাইনটির ধারাবাহিক নিবেদন উল্লেখযোগ্য স্বীকৃতি লাভ করেছে।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা।

বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন চারটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন পাঁচটি, ঢাকা-সিলেট-ঢাকা রুটে দুটি এবং সৈয়দপুর রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা।

এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু