বিএনপি একটা মিথ্যাবাদী, ভাঁওতাবাজির দল। এরা দেশের জনগণ, এমনকি দলের নেতা-কর্মীদের সঙ্গেও ভাঁওতাবাজি করে-বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আজ শনিবার বিকেলে সাভারে আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ওরা বলেছিল না আজ নাকি খালেদা জিয়া সমাবেশে উপস্থিত হবে। বিষয়টি নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। তিনি তো জেলখানায় ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় দয়ায় চিকিৎসার জন্য বর্তমানে বাসায় আছেন তিনি। আর আদালত অবমাননা করে তিনি নাকি সমাবেশে যাবেন। বিএনপির নেতা-কর্মীরা নাকি কিছুই মানবেন না। খালেদা জিয়া নাকি জনসভায় যাবেনই। এখন প্রমাণ হয়েছে তাঁরা শুধু সন্ত্রাসী নয়, মিথ্যাবাদী দলও।’
নানক আরও বলেন, ‘তারা ভেবেছিল একটা মহাজমায়েত করে নাশকতার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে বিব্রত করে দেবে। কিন্তু এ সরকার তো জাতীয় পার্টির এরশাদ বা খালেদা জিয়া নয়। এ সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যায় না। কারণ বাংলাদেশের মাটির গভীরে আওয়ামী লীগের শিকড় পোতা রয়েছে।’
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।