হোম > সারা দেশ > ঢাকা

আরেফিন সিদ্দিককে নিয়ে জাপা এমপির মন্তব্যের প্রতিবাদ ঢাবি সাংবাদিকতা বিভাগের

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের ‘পিএইচডি ডিগ্রি’ নেই—জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য (এমপি) কাজী ফিরোজ রশীদের এমন মন্তব্যকে মিথ্যাচার হিসেবে আখ্যা দিয়ে তাঁর বিভাগের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

আজ রোববার দুপুরে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন কাজী ফিরোজ রশীদ বাজেট অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য দেওয়ার সময় সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পিএইচডি ডিগ্রি নেই বলে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। একজন জনপ্রতিনিধির এমন মিথ্যাচারে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকেরা অত্যন্ত ক্ষুব্ধ এবং মর্মাহত।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের পিএইচডির তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক আরেফিন সিদ্দিক ১৯৮৬ সালে ভারতের বিখ্যাত মহীশুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি কৃতি এই শিক্ষক বাংলাদেশের যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার প্রসারে গত চার দশক ধরে অসামান্য অবদান রেখে অজস্র শিক্ষার্থী তৈরি করেছেন। বিজ্ঞপ্তিতে অধ্যাপক আরেফিন সিদ্দিককে নিয়ে করা সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে অবিলম্বে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করার দাবি জানানো হয়।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার