হোম > সারা দেশ > ঢাকা

প্রেস ক্লাবে সাংবাদিক আবুল বাশারের জানাজা শেষে শ্রদ্ধা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। আজ শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক আবুল বাশারের জানাজা নামাজ পড়ান সেগুনবাগিচা মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন। এর আগে বিকেল ৫টা ৮ মিনিটে তাঁর মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হয়। 

জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আবুল বাশার নুরু ছিলেন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন সাংবাদিক ছিলেন। তাঁর জন্য দোয়া করি আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’ 

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘নুরু একজন অজাতশত্রু সাংবাদিক ছিলেন। তিনি খুব সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে দুদিন আগেও আলাপ হয়েছে। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ 

পরিবারের পক্ষ থেকে আবুল বাশারের মেয়ের জামাতা শিবলী সাদিক বলেন, ‘আমার শ্বশুর আজ দুপুরে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। তাঁকে আপনারা সবাই ভালো করে চেনেন, জানেন। চলার পথে অনেক কথা-কাটাকাটি হতে পারে। তাঁর কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তাঁকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, যেন তাঁকে জান্নাত নসিব করেন।’ 

জানাজায় উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী, আবুল বাশার নুরুর ভাই হেমায়েত ও তাঁর সহকর্মীরা। 

জানাজা শেষে ৫টা ৪০ মিনিটে আবুল বাশার নুরুর মরদেহ তাঁর ফরিদপুরের নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক