হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে হাত-পা-মুখ বাঁধা সেই লাশের পরিচয় মিলেছে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম আমিনুল ইসলাম (৩৮)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। আমিনুল উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে। 

আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক। গতকাল রোববার রাতে ফেসবুকের মাধ্যমে জানতে পেরে থানায় গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেছেন আবদুল জলিল মিয়া। 

নিহতের বাবা আবদুল জলিল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমিনুল প্রায় দুই বছর ধরে অটোরিকশা চালায়। শনিবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। রোববার সারা দিন খোঁজাখুঁজির পর ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে থানায় যাই। সেখানে ছেলের লাশ দেখতে পাই।’ 

তিনি আরও বলেন, ‘ছিনতাইকারীরা আমার ছেলেকে হাত-পা বেঁধে খুন করে অটোরিকশাটি নিয়ে গেছে। আমার ছেলের হাত-পা ও মুখ যে কাপড় দিয়ে বাঁধা ছিল, ওইগুলো আমার নাতনির (আমিনুলের মেয়ে) পুরোনো ওড়নার কাপড়। অটোরিকশা পরিষ্কারের জন্য ওইগুলা গাড়িতেই রাখা ছিল।’ 

এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারী ওই চক্রটিকে ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। 

উল্লেখ্য, গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা বেলতলী এলাকায় বনের ভেতর দিয়ে যাওয়া সড়কের পাশ থেকে পুলিশ আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক কেউ ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে লাশের হাত-পা ও মুখ ওড়নার কাপড় দিয়ে বেঁধে রাখা ছিল।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক