হোম > সারা দেশ > টাঙ্গাইল

দেশের উন্নয়নের ধারা সবাইকে ধরে রাখতে হবে: কৃষিমন্ত্রী

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তাঁর চিন্তাভাবনায় দেশ ও দেশের মানুষের উন্নয়ন হচ্ছে। তাঁর সময়োপযোগী ও গতিশীল নেতৃত্বে দেশ বহুগুণ এগিয়ে গেছে। এভাবে দেশ এগিয়ে গেলে অর্থনীতি ও মানুষের জীবনমানের উন্নয়ন হয়। এ উন্নয়নের ধারা আমাদের সবাইকে ধরে রাখতে হবে।’ 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে চেকের মাধ্যমে নগদ অর্থ বিতরণকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

জানা যায়, মন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বেচ্ছাধীন তহবিলের ২০২১-২২ অর্থবছরে উপজেলার ২১০ জনের মাঝে ৪ লাখ ৩৪ হাজার টাকা চেকের মাধ্যমে বিতরণ করেন। 

চেক বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, ধনবাড়ী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লীনা বকল, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন