হোম > সারা দেশ > ঢাকা

যাত্রীর জীবন বাঁচাতে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করল বিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাত্রীর জীবন রক্ষার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী একটি ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। আজ রোববার রাতে বিমান সূত্র এ তথ্য জানিয়েছে। 

জানা গেছে, গত ০১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০১ ফ্লাইটটি ২৬৫ জন যাত্রী নিয়ে সিলেট হতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। কেবিন ক্রুরা উক্ত যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানালে, ফ্লাইটের যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক আছেন কি না জানতে ককপিট থেকে ঘোষণা করা হয়। একজন চিকিৎসক যাত্রী উক্ত রোগীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। 

ফ্লাইটের মধ্যে উক্ত অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তবে যাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উক্ত চিকিৎসক ক্যাপ্টেনকে জানান যে, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। ক্যাপ্টেন যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে। 

ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন জানান, চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে জানালে তাৎক্ষণিক ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসির সঙ্গে যোগাযোগ করে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করে। 

বিমান থেকে আরও জানানো হয়, ওই অসুস্থ যাত্রী (৮৪ বছর) সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তাঁর কাছে ‘ফিট টু ফ্লাই’ মেডিকেল সার্টিফিকেটে ছিল।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার