সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিতে আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিলের বিজ্ঞপ্তি রহিত করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এরফলে আবারও গাউন পরতে হবে আইনজীবীদের।
এর আগে দেশজুড়ে চলা প্রচণ্ড তাপপ্রবাহের কারণে গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।
যাতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো।
এদিকে বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিতে আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল করে ২০ এপ্রিল জারি বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করা হলো।