পাবনার ইছামতী নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থিতাবস্থার আদেশ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে এসব স্থাপনা উচ্ছেদে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। নদী কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী এন এম আহসানুল হক। এ ছাড়া আবেদনকারীদের পক্ষে ছিলেন অনীক আর হক এবং রওশন আলম খান।
মনজিল মোরসেদ বলেন, ইছামতী নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসন নোটিশ দিলে ৪৩ ব্যক্তি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তাঁদের দাবির বিষয়ে নদী কমিশনকে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে দেন। আদেশের পর নদী কমিশনের চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ৪৩ ব্যক্তির দখলে থাকা জায়গাকে ইছামতী নদীর জায়গা হিসাবে মতামত দেওয়া হয়।
নদী কমিশনের ওই প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে ৪৩ ব্যক্তি হাইকোর্টে আবারও রিট করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট স্থিতাবস্থা দেন। শুনানি শেষে রোববার যা খারিজ হয়ে যায়।