হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে অগ্নিকাণ্ড: ২ ভাইবোনের পর মৃত্যু হলো আরেক বোনের 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু দুই ভাইবোনের পর বড় বোন মীমও (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে ঢাকা নেওয়ার পথে গভীর রাতে মারা যায় ছোট বোন সামীয়া (১২) ও ভাই আরাফাত (৭)। নিহত শিশুরা উপজেলার সখিপুর থানার আশ্রাফ আলী ব্যাপারী কান্দী গ্রামের অটোরিকশাচালক মনসুর ঢালীর সন্তান। এ তথ্য নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার। 

পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে শিশু সামিয়া ও আরাফাতের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বিকেলে বাড়ির পাশে তাদের দাফন করা হয়। বেলা ১টার দিকে খবর আসে বড় বোন মীমও মারা গেছে। মীমের মরদেহ এখনো বাড়ি গিয়ে পৌঁছেনি। 

মনসুর ঢালী ও রেহানা বেগমের তিন ছেলেমেয়েই। সবাইকে হারিয়ে বাবা মনসুর ঢালী ও রেহানা বেগম এখন পাগলপ্রায়। তাঁরা আহাজারি করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। তিন শিশুর মৃত্যুতে এলাকায়ও যেন শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয়রা বলছেন, সোমবার রাত ১০টার দিকে মীম, সামীয়া ও আরাফাত তাদের টিনশেড ঘরে ঘুমাচ্ছিল। তাদের মা রেহানা বেগম পাশের আরেকটি ঘরে তারাবিহর নামাজ পড়ছিলেন। বাবা মনসুর ঢালী মসজিদ থেকে নামাজ পড়ে তখনো বাড়ি ফেরেননি। 

হঠাৎ ওই ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রতিবেশী ও স্বজনেরা আগুন নেভাতে ছুটে যান। সেখানে তিন ভাইবোনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। তাদের ঢাকা নেওয়ার পথে ভোররাত ৪টার দিকে সামীয়া ও আরাফাত মারা যায়। মীমকে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীমও মারা যায়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ