হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়া একই পরিবারের তিনজনের মধ্যে গৃহবধূটির মৃত্যু হয়েছে। তাঁর স্বামী ও তিন বছরের মেয়েকে ঘিরে আশঙ্কা কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইতি আক্তার (৩০) মারা যান বলে নিশ্চিত করেছেন সেখানকার জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

শাওন বলেন, আগুনে শ্বাসনালিসহ ইতি আক্তারের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়। তাঁর স্বামী রিপনের (৪০) শরীরের ৭০ শতাংশ ও তাঁদের মেয়ে রাফিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে একটি ছয়তলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগীদের প্রতিবেশী তাসলিমা মনি জানান, গতকাল রাতে বিকট শব্দের সঙ্গে সঙ্গে ইতিদের বাড়ি থেকে চিৎকারের শব্দ পান তিনি। ছুটে গিয়ে দেখেন, ইতি, তাঁর স্বামী ও তাঁদের তিন বছরের মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসে গেছে। বাড়ির দরজা-জানলা ভেঙে গেছে। অন্যদের সহায়তায় তখনই তিনি তাঁদের হাসপাতালে নিয়ে আসেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাসলিমা বলেন, ধারণা করা হচ্ছে, ইতিদের বাড়ির সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস জমে যায়। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণটি ঘটে।

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা