হোম > সারা দেশ > ঢাকা

অমির আরও ৬ সহযোগী গ্রেপ্তার, বিপুল পাসপোর্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির আরও ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অমির বিরুদ্ধে দক্ষিণখান থানায় মানব পাচারের মামলায় তদন্ত করতে গিয়ে আজ সোমবার সিআইডি তাঁদের গ্রেপ্তার করে। ওই মামলায় অমি ছাড়াও পাঁচজনকে নামে এবং অজ্ঞাত ছয়–সাতজনকে আসামি করা হয়েছিল।

সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের কাছে থেকে বিপুলসংখ্যক পাসপোর্ট জব্দ করা হয়। আগামীকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মাদ সাইদুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, আমাদের তালিকাভুক্ত মানব পাচারকারীদের একজন অমি। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছিল। এর মাঝেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানা-পুলিশ গ্রেপ্তার না করলে সিআইডি তাঁকে মানবপাচারের দায়ে গ্রেপ্তার করত।

গত ৮ জুন মধ্যরাতে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে দায়ের করা মামলায় গত সোমবার গ্রেপ্তার হন অমি। সাভার থানায় করা পরীমণির মামলার দুই নম্বর আসামি ছিলেন তিনি। অমি বর্তমানে মাদকের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রিমান্ডে রয়েছেন।

অমি গ্রেপ্তারের একদিন পর মঙ্গলবার রাজধানীর দক্ষিণখানের তাঁর মালিকানাধীন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়। সেখান থেকে বাছির ও মশিউর মিয়া নামের অমির দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বেআইনিভাবে পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেপ্তারে তিনদিন পর তাঁদের জামিন দিয়েছেন আদালত।

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের