হোম > সারা দেশ > গোপালগঞ্জ

সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে এসব জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ সোমবার সন্ধ্যায় নৌযান বন্ধের বিষয়টি নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলাগুলোর মধ্যে যেসব জেলায় নৌপথ রয়েছে সেগুলো আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন এবং জরুরি সেবা প্রদানকারী নৌযান এ আদেশর বাইরে থাকবে।

লকডাউন এলাকায় ট্রেন বন্ধের বিষয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন আজকের পত্রিকাকে বলেন, 'লকডাউন এলাকার রেল স্টেশনসমূহ বন্ধ রাখা হবে। যাতে স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে না উঠতে পারে। তবে ট্রেন চলাচল বন্ধ হচ্ছে না। বর্তমানে রাজশাহীসহ অনেক জায়গায় লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ রেখেছি।'

লকডাউন এলাকায় দূরপাল্লার বাস চলাচলের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু