হোম > সারা দেশ > ঢাকা

পরীক্ষার আগে দুই সপ্তাহ রিভিউ ক্লাস নেওয়া হবে: জবি উপাচার্য

প্রতিনিধি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী জুনে সশরীরে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হবে। তাঁর আগে স্বাস্থ্যবিধি মেনে কমপক্ষে দুই সপ্তাহ রিভিউ ক্লাস হবে। তবে তা কোন নিয়মে নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি, বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হবে।

আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এসব তথ্য জানান।

জবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় খোলা হোক এটা আমরা সব সময়ই চাই। এখনতো করোনার প্রকোপ বেড়ে গেছে। সে জন্য আমরা জুনের শেষে একটা সম্ভাব্য সময় নির্ধারণ করেছি। বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লাসতো অনলাইনে হয়েছে অনেক। পরীক্ষাটা না হলেতো এটার আর রেজাল্ট হলো না। সে জন্য আপাতত আমরা অনলাইন ক্লাস এবং ইন-পার্সন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

কামালউদ্দীন আরও বলেন, আগের উপাচার্যের সময় সিদ্ধান্ত ছিল যখনই বিশ্ববিদ্যালয় খুলবে দুই সমাপ্ত রিভিউ ক্লাস নেওয়া হবে। প্রত্যেক ব্যাচ ভিত্তিক ক্লাস নিতে হবে, না হলে ছেলেমেয়েরা কীভাবে পরীক্ষা দেবে। সে সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ভাগ ভাগ করে এই সব রিভিউ ক্লাস নেওয়া হবে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার