হোম > সারা দেশ > ঢাকা

এক সপ্তাহেও ঠিক হয়নি সোহরাওয়ার্দী হাসপাতালের লিফট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক সপ্তাহেও ঠিক হয়নি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র লিফট ৷ ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাটা দরজা এখনো পড়ে আছে।

গত ১৮ ফেব্রুয়ারি চলন্ত অবস্থায় হঠাৎ করে বিকল হয়ে পড়ে লিফটটি। এ সময় ভেতরে কয়েকজন আটকা পড়লে লিফটের দরজা কেটে তাদের উদ্ধার করা হয়। কিন্তু সাত দিন হয়ে গেলেও এখনো মেরামত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার ঠিক হওয়ার কথা থাকলেও এখনো আগের অবস্থাতেই রয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ার বিভিন্ন যন্ত্রাংশ খুলছেন, আবার লাগাচ্ছেন। 

লিফট মেরামতের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লিফটের কেবিন ও ল্যান্ডিংটা ঠিক করার চেষ্টা চলছে। অর্ধেক কাজ শেষ হয়েছে। ভেতরের কেবিনটা যদি ঠিকমতো লাগানো যায় তাহলে হয়তো আজই চালু হবে। না হলে নতুন একটা লাগানো ছাড়া উপায় থাকবে না। 

সিঁড়ি বেয়ে এক তলায় ওঠে বিরতি দিয়ে আবার উঠছেন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ভুগতে থাকা গোলাম রব্বানি (৪৮)। ডায়ালাইসিসের জন্য ছয় তলায় যাবেন তিনি। রব্বানীর স্ত্রী বলেন, ‘এভাবে রোগী নিয়ে কীভাবে উঠি। যেখানে আমার উঠতেই অবস্থা খারাপ। একটা লিফট ঠিক করতে এত দিন তো লাগার কথা না।’ 

এত দিনেও ঠিক না হওয়ায় কারণ জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীদের কষ্ট হচ্ছে জানি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারেরা কাজ করছেন। আশা করি আজকেই ঠিক হয়ে যাবে।’

হাসপাতালটিতে আরও চারটি লিফট যুক্ত করা করার কথা জানান তিনি। যা চালু হতে আরও মাসখানেক সময় লাগবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু