হোম > সারা দেশ > ঢাকা

এক সপ্তাহেও ঠিক হয়নি সোহরাওয়ার্দী হাসপাতালের লিফট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক সপ্তাহেও ঠিক হয়নি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র লিফট ৷ ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাটা দরজা এখনো পড়ে আছে।

গত ১৮ ফেব্রুয়ারি চলন্ত অবস্থায় হঠাৎ করে বিকল হয়ে পড়ে লিফটটি। এ সময় ভেতরে কয়েকজন আটকা পড়লে লিফটের দরজা কেটে তাদের উদ্ধার করা হয়। কিন্তু সাত দিন হয়ে গেলেও এখনো মেরামত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার ঠিক হওয়ার কথা থাকলেও এখনো আগের অবস্থাতেই রয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ার বিভিন্ন যন্ত্রাংশ খুলছেন, আবার লাগাচ্ছেন। 

লিফট মেরামতের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লিফটের কেবিন ও ল্যান্ডিংটা ঠিক করার চেষ্টা চলছে। অর্ধেক কাজ শেষ হয়েছে। ভেতরের কেবিনটা যদি ঠিকমতো লাগানো যায় তাহলে হয়তো আজই চালু হবে। না হলে নতুন একটা লাগানো ছাড়া উপায় থাকবে না। 

সিঁড়ি বেয়ে এক তলায় ওঠে বিরতি দিয়ে আবার উঠছেন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ভুগতে থাকা গোলাম রব্বানি (৪৮)। ডায়ালাইসিসের জন্য ছয় তলায় যাবেন তিনি। রব্বানীর স্ত্রী বলেন, ‘এভাবে রোগী নিয়ে কীভাবে উঠি। যেখানে আমার উঠতেই অবস্থা খারাপ। একটা লিফট ঠিক করতে এত দিন তো লাগার কথা না।’ 

এত দিনেও ঠিক না হওয়ায় কারণ জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীদের কষ্ট হচ্ছে জানি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারেরা কাজ করছেন। আশা করি আজকেই ঠিক হয়ে যাবে।’

হাসপাতালটিতে আরও চারটি লিফট যুক্ত করা করার কথা জানান তিনি। যা চালু হতে আরও মাসখানেক সময় লাগবে।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ