হোম > সারা দেশ > ঢাকা

উদ্বোধন হলেও ভর্তি নিচ্ছে না করোনার অস্থায়ী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতালে সকাল থেকে অপেক্ষায় একের পর এক করোনা রোগী। দূর দুরান্ত থেকে একের পর এক রোগীরা আসছেন। কিন্তু কর্তৃপক্ষ ভর্তি নিচ্ছে না কাউকেই। আজ রোববার সেখানে গিয়ে দেখা যায় চিত্র দেখা যায়। এর ফলে বাড়ছে রোগীদের দুর্ভোগ। এতে ক্ষুব্ধ রোগীদের স্বজনরাও। 

গত শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলা হয়েছিল গতকাল শনিবার দুপুর থেকেই রোগী ভর্তি নেওয়া হবে। 

সকালে আমির শাহ ফেনী থেকে উন্নত চিকিৎসার উদ্দেশে  করোনা আক্রান্ত বাবাকে নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর বাবা ইলিয়াস চৌধুরীর (৭০)। কিন্তু শয্যা খালি না থাকায় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ তাকে রেফার করে 
ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতালে। কিন্তু এখানে এসে চার ঘণ্টা ধরে বসে আছেন তিনি। কিন্তু ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ। 

আমির শাহ বলেন, হাসপাতাল প্রস্তুত না করে উদ্বোধন করার কোনো  মানে নাই। দেশে সবই চলে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। সাধারণ মানুষের ভোগান্তি দেখার কেউ নেই। এখানে কখন বা কবে ভর্তি নিবে এ বিষয়ে কেউ কিছু বলছে না। 

রোগী নিয়ে আসা আরেক স্বজন এনামুল হক মিঠু বলেন, শো অফ করার জন্য উদ্বোধন করা হইছে । সকাল নয়টা থেকে বসে আছি। কিন্তু ভেতরে ঢোকা দূরের কথা, হাসপাতালের কেউই কথা বলতে চাচ্ছে না। তবে কেন এই হাসপাতাল উদ্বোধন করা হলো। 

 এদিকে  বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম বলেছেন রোগীদের ভোগান্তির বিষয়টি জানেন না খোদ নিজেই। তিনি বলেন, বিএসএমএমইউ  হাসপাতাল থেকে রোগীদের ওই হাসপাতালে পাঠানো ভুল হয়েছে। কারণ অক্সিজেন সিলিন্ডারের কিছু ত্রুটিগত সমস্যার কারণে আপাতত হাসপাতালের কার্যক্রম বন্ধ আছে। এ ছাড়া অস্থায়ী হাসপাতালের কর্তৃপক্ষের রোগীদের প্রতি অবহেলার বিষয়টি খতিয়ে দেখবেন বলেও উল্লেখ করেন তিনি। 

উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ হাসপাতালে চল্লিশটি আইসিইউ থাকবে এবং প্রতিটি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ রয়েছে। প্রাথমিকভাবে ৩৫৭টি শয্যা চালু করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ৬০০ এবং শেষ পর্যায়ে ৪০৯ শয্যাসহ মোট এক হাজার শয্যা করা হবে।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার