হোম > সারা দেশ > ঢাকা

বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড়, ফিরতি পথে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মেলা প্রাঙ্গণে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে আজ শুক্রবার ভিড় ছিল বেশি। মেলার ভেতরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করলেও ফিরতে পথে যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। 

মেলায় আগত দর্শনার্থীরা জানান, ফিরতি পথে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়েছে। মেলা থেকে বের হয়ে বাসে ওঠার পর সেই বাস কুড়িলের প্রধান সড়কে আসতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। মেলা প্রাঙ্গণের বাইরে ট্রাফিক পুলিশ না থাকাকে দায়ী করেছেন তাঁরা। 

রাজধানীর কমলাপুর থেকে আগত দর্শনার্থী ইকবাল হোসেন জানান, বিকেল পাঁচটায় বাসে ওঠার পর দেড় ঘণ্টা পেরোলেও বাস এখনো প্রধান সড়কে আসেনি। এতে ছোট বাচ্চা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। 

রামপুরার বাসিন্দা আরিফা আক্তার জানান, মেলায় শৃঙ্খলা থাকলেও বাইরে ট্রাফিক পুলিশের কোনো দেখা নেই। শৃঙ্খলার অভাবে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। 

তৃতীয় শ্রেণির এক ছাত্রী আক্ষেপ নিয়ে বলে, ‘আমরা কি রাস্তায় সারা রাত কাটিয়ে দেব?’ 

যানজটের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল আহমেদ আজকের পত্রিকাকে জানান, একদিকে কাঞ্চন ব্রিজের চাপ। অপরদিকে নরসিংদী রুটে পণ্যবাহী যানবাহন চলাচল করছে। সবমিলে যানজট হচ্ছে। এছাড়া প্রতি শুক্রবার মেলায় দর্শনার্থী বেশি থাকায় যানজট হয়ে থেকে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার