হোম > সারা দেশ > ঢাকা

মামার বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না জিসানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় জিসান হোসেন বাঁধন (১৪) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিসান ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বাবুল মিয়ার ছেলে। চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিল জিসান।

জিসানের বড় মামা মো. সোহাগ জানান, জিসান গ্রামের একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত। ছোট মামা অপুর বিয়ের অনুষ্ঠানে গাজীপুরে গিয়েছিল সে। অনুষ্ঠান শেষে আজ সকালে ছোট মামা ও মামির সঙ্গে একটি মাইক্রোবাসে করে ঢাকার সদরঘাটে যাচ্ছিল গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পথে কুড়িল বিশ্বরোড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে রেললাইনের পাশে যায় জিসান। হঠাৎ একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় জিসান। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয় জিসান। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ