হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল রোববার রাতে রাজধানীর হৃদ্রোগ হাসপাতালে বিএনপি নেতা সাধনকে দেখতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান সাধন।

রোববার (২৫ মে) দিবাগত রাত ১১টার দিকে গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাধন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ মুখোশ পরা দুই যুবক মোটরসাইকেলে করে এসে গুলি চালায়। এতে সাধন গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুজন শুটার এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে সাধন মাটিতে পড়ে যায়। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাধনের বুকে, পিঠে ও ঘাড়ে গুলি লেগেছে। তিনি পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন।

তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু