হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল রোববার রাতে রাজধানীর হৃদ্রোগ হাসপাতালে বিএনপি নেতা সাধনকে দেখতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান সাধন।

রোববার (২৫ মে) দিবাগত রাত ১১টার দিকে গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাধন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ মুখোশ পরা দুই যুবক মোটরসাইকেলে করে এসে গুলি চালায়। এতে সাধন গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুজন শুটার এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে সাধন মাটিতে পড়ে যায়। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাধনের বুকে, পিঠে ও ঘাড়ে গুলি লেগেছে। তিনি পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন।

তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক