হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল রোববার রাতে রাজধানীর হৃদ্রোগ হাসপাতালে বিএনপি নেতা সাধনকে দেখতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান সাধন।

রোববার (২৫ মে) দিবাগত রাত ১১টার দিকে গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাধন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ মুখোশ পরা দুই যুবক মোটরসাইকেলে করে এসে গুলি চালায়। এতে সাধন গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুজন শুটার এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে সাধন মাটিতে পড়ে যায়। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাধনের বুকে, পিঠে ও ঘাড়ে গুলি লেগেছে। তিনি পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন।

তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট