হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত বাজার এলাকায় ফুটপাতের দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (১০ মে) গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।

আজ রোববার (১১ মে) উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম খোকন, হেলাল উদ্দিন ও আব্দুর রহিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খিলক্ষেত এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক কারবারি, কিশোর গ্যাং লিডার, ডাকাত ও ছিনতাইকারী শহিদুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত দৈনিক হারে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর শহিদুল ইসলাম খোকন এবং ২২ এপ্রিল আব্দুর রহিমকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পেয়ে তাঁরা আবার একই অপরাধে জড়িয়ে পড়েন।

উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খিলক্ষেত থানা-পুলিশে হস্তান্তর করা হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু