হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ইমাম ও মুয়াজ্জিন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি 

মধুপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌহালিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)। তাঁরা দুজন যথাক্রমে রামকৃষ্ণ বাড়ি গ্রামের বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ছিলেন। তা ছাড়া দুজনই ছিলেন বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।

অরণখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সুলতান বলেন, হাফেজ হাবিবুর রহমান ও হাসান সিরাজী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তাঁরা কাকরাইদ রামকৃষ্ণবাড়ি গ্রামের বাইতুর রহমান জামে মসজিদে ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে ফজরের নামাজে অংশ নিতে তাঁরা মাদ্রাসা থেকে মোটরসাইকেলযোগে মসজিদে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেলে থাকা মুয়াজ্জিন ও ইমাম গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পিকআপ জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই