হোম > সারা দেশ > ঢাকা

ভারত, ইউরোপ, আমেরিকার তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য খুব বেশি বাড়েনি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে যে হারে দ্রব্যমূল্য বেড়েছে, সেই তুলনায় বাংলাদেশে বাড়েনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চাঁদের হাট আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে আগে দাবি করা হতো, শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। এখন একজন শ্রমিক কমপক্ষে ১২ থেকে ১৫ কেজি চালের মূল্যের সমান মজুরি পান। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। আপনি যদি ভোগ্যপণ্যের দামের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন ভারত, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ সমস্ত দেশে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশে সেই তুলনায় অনেক কম বেড়েছে।’ 

পৃথিবীতে দ্রব্যমূল্য সব সময়ই বেড়েছে, কখনো কমেনি—এমন দাবি করে তিনি আরও বলেন, ‘যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত। কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। দেখতে হবে যে দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে কি না। গত ১২ বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে সাড়ে চার গুণ এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ। মধ্যম আয়ের মানুষেরও ক্রয়ক্ষমতা তার কাছাকাছি বেড়েছে।’ 

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি বেশ কিছুদিন ধরে কর্মসূচি পালন করছে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে তারা সারা দেশে নির্বিঘ্নে কর্মসূচি করেছে। কিছু কিছু জায়গায় তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলে তারা যে কর্মসূচি দিয়েছে, সেটাও তারা দেশের বিভিন্ন জায়গায় পালন করেছে। তাদের কোনো অসুবিধা কোনো জায়গায়ই হয়নি। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক সেটিই আমরা চাই। গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করতে এসবের প্রয়োজন আছে।’ 

তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো সমাবেশ করতে গিয়ে যদি বিশৃঙ্খলা করে, যেগুলো বিএনপি সব সময় করে এসেছে, জনজীবনে বিপত্তি ঘটায় কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে, তখন তো পুলিশকে ব্যবস্থা নিতে হয়। যখন তারা নিজেরা মারামারি করে, সেটা ঠেকানোর জন্যও পুলিশকে ব্যবস্থা নিতে হয়। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য নেতা যাঁরা কথা বলছেন, তাঁদের অনুরোধ জানাব, সরকারের দিকে আঙুল না তুলে নিজেদের মারামারিটা আগে বন্ধ করেন।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট