হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে সিসা তৈরির কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামে আজ বুধবার দুপুরে অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে গেলি ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ সিসা তৈরির কারখানায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। এ সময় কারখানাটি বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ওই কারখানায় অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে গেলি ইন্ডাস্ট্রি নামের কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে ক্ষতিকারক বিষাক্ত রাসায়নিক পদার্থ এই জনপদের মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ নানান সমস্যা দেখা দিচ্ছে। আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়ে। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এসব বিষয় মাথায় রেখে পরিবেশ সংরক্ষণ আইনে কারখানাটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের পরিদর্শক মো. নূরুল আমিন বলেন, কারখানাটিকে অনেক আগে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে পারিপার্শ্বিক অবস্থান বিবেচনা করে তা বাতিল করা হয়। বর্তমানে তাদের পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেই।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু