হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালত এই আদেশ দেন। এর আগে, পুলিশ আইভীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মামলার আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘প্রথমত আমাদের আদালতে ঠিকভাবে শুনানি করতে দেওয়া হয়নি। আমরা বলেছি এই মামলার ভিকটিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মেডিকেল সার্টিফিকেটে তা প্রমাণিত। তা ছাড়া ইতিপূর্বে এই মামলায় যারা আসামি হয়েছেন, তাঁদের কেউই আইভীর নাম বলেননি। মামলার ভেতরে বাদী স্পষ্টভাবে উল্লেখ করেছেন শামীম ওসমানের গুলিতে নিহত হয়েছেন মিনারুল। এসব যুক্তিতে আমরা রিমান্ড নামঞ্জুর করার আবেদন জানাই। কিন্তু আদালত দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তার নির্দেশেই নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর এসব অস্ত্র-গোলাবারুদ কোথায় লুকিয়ে রেখেছে, তা জানাসহ ঘটনার বিস্তারিত তথ্য জানতে আমরা সাত দিনের রিমান্ডে নেওয়ার সুপারিশ জানাই। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ