হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু রায়হান ইভান (২২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে ৪৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মালিবাগ ও শান্তিনগরের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় বন্ধুরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আহতের বাড়ি কিশোরগঞ্জের সদর থানা এলাকায়। তিনি কলাবাগান নতুন থানার বিপরীত পাশে একটি ভবনের ছয়তলায় ভাড়া থাকেন।

আহত শিক্ষার্থী আবু রায়হান বলেন, তাঁর বাসা কলাবাগান নতুন থানার পাশে। মালিবাগের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিআইএসটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করেন।

ইভান আরও বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ ও শান্তিনগরের মাঝামাঝি স্থান থেকে বিকাশ থেকে ৪৫ হাজার টাকা তুলি। এই টাকা সেমিস্টার ফাইনালের জন্য কলেজে জমা দিতে হবে। টাকাগুলো নিয়ে কলেজে গলির মধ্যে যাওয়ার সময় চার যুবক ধারালো অস্ত্র নিয়ে আমার গতি রোধ করে। আমার টাকা ও ফোন নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই আমার দুই হাতে বুকে ছুরিকাঘাত করে টাকা ও ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা।’

হাসপাতালে ইভানের বন্ধু জিসান রহমান বলেন, ‘দুপুরে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ইভান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ইভানের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মালিবাগ এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর শরীরের দুই হাত ও বুকের ডান পাশে জখমের চিহ্ন আছে। তবে বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটা গুরুতর না হওয়ায় জরুরি বিভাগে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে