হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

১০ লাখ চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহ পরান (৩২) বাদী হয়ে সোমবার রাতে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ / ১২ জনকে উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন—সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া মুনলাইট গার্মেন্টস এলাকার ইউসুফ আলী প্রধানের ছেলে হান্নান প্রধান (৪০), সোনা মিয়া মার্কেট এলাকার কাদিরের ছেলে মো. ফিরোজ (৩৮) ও আইলপাড়া এলাকার মুসলিম জাউল্লার ছেলে মিজান (৩০)। 

অভিযোগপত্র থেকে জানা গেছে, ব্যবসায়ী শাহ পরান আদমজী ইপিজেডের (ইপিক-৭) গার্মেন্টসের বালু সাপ্লাইর মেমো প্রদান করতে গেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী মো. হান্নান প্রধান, মো. ফিরোজ ও মিজানসহ অজ্ঞাত ১০ / ১২ জনের একটি দল তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাঁরা ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে একাধিক মামলার আসামি হান্নান প্রধানের নেতৃত্বে একদল ব্যক্তি ওই ব্যবসায়ীর ওপর হামলা করে। হামলার সময় অভিযুক্ত ফিরোজ শাহ পরানের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ও দুটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত হান্নান প্রধান ও তাঁর লোকজন শাহ পরানকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুনেছি সাপ্লাইয়ের লাইন নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল