গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত সেই যুবকের মরদেহের বাকি অংশগুলোও উদ্ধার করেছে কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ি পুলিশ। এ ছাড়া পাশাপাশি মিলেছে যুবকের পরিচয়ও।
নিহত যুবকের নাম সবুজ বার্নাড ঘোষাল (৩২)। তিনি নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের অমূল্য বার্নাড ঘোষালের ছেলে। পানজোড়া এলাকার পূর্বাচল অ্যাপারেল লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কোয়ালিটি চেকার (কিউসি) হিসেবে কর্মরত ছিলেন তিনি।
এর আগে শনিবার উপজেলার নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মানিক মিয়ার ভাড়া বাড়ির সামনে কোমর থেকে ঊরু এবং দুটি বিচ্ছিন্ন হাতসহ মরদেহের তিনটি অংশ উদ্ধার করে পুলিশ।
মরদেহের বাকি অংশ উদ্ধার ও পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন।
স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার সকালে তাঁরা ওই কারখানাসংলগ্ন সাবেক ইউপি সদস্য মানিক মেম্বারের ভাড়া বাড়ির সামনে একটি ডোবায় অজ্ঞাত দেহ পানিতে ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের কোমরের নিচের অংশ, দুই হাত উদ্ধার করে। পরে দিনব্যাপী ওই এলাকার চারদিকে সন্ধান করে একে একে আরও চার টুকরো উদ্ধার করে পুলিশ। এর মধ্যে মাথা, কোমর ও এক পায়ের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মরদেহের ৭টি টুকরো উদ্ধার করা হয়েছে। তবে এখনো এক পায়ের সন্ধান মেলেনি।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, খণ্ডিত মরদেহের একাধিক টুকরো উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।