হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ আহত ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে দোকানের ওপর বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নু গেট এলাকার সিডিএল ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন জামান, দেলোয়ার ও আট বছর বয়সী শিশু দীন মোহাম্মদ। আহতদের উদ্ধার করে টঙ্গীরে শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে ঢাকাগামী লেনের মন্নু গেট এলাকায় বিআরটি প্রকল্পের ভারী মালামাল একটি ক্রেন দিয়ে ওপরে তোলা হচ্ছিল। এ সময় হঠাৎ ক্রেন উল্টে রাস্তার পাশে থাকা দোকানের ওপর পড়ে যায়। এতে তিনজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে ঢাকা গামী রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি।’ 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক মোমিন আলী বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে। গাজীপুর থেকে ঢাকামুখী সড়কটির যে অংশে ক্রেন রয়েছে, তার পাশ দিয়ে ঘুরে যাচ্ছে যানবাহন। দ্রুতই উদ্ধারকাজ শুরু হবে। 

বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ