হোম > সারা দেশ > ঢাকা

পোষ্য কোটা বাতিলের দাবিতে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

আজ রোববার সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, যে কোটার বিপক্ষে গিয়ে জীবন দিয়েছে হাজারো ছাত্র-জনতা সেই কোটা পুনর্বহাল রাখা চব্বিশের বিপ্লবকে উপহাস করার শামিল। কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। আমরা এই পোষ্য কোটা বাতিল চাই।

বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের মনির বলেন, পোষ্য কোটা একটি বৈষম্যমূলক ব্যবস্থা, যা মেধাবীদের অধিকার ক্ষুণ্ন করে। মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে পোষ্য কোটা বাতিল হওয়া প্রয়োজন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার নির্দেশনায় দেখা যায় পোষ্য কোটার ক্ষেত্রে বলা হয়েছে, প্রতি বিভাগে ২ জনের অধিক নয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে সর্বোচ্চ ২ জন পোষ্য কোটায় ভর্তির সুযোগ পাবেন। সেই হিসাবে বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগে ৮০ জন শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তি হতে পারবেন।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা