হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ পরিচয়ে মিনি ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ পরিচয়ে ময়মনসিংহের ভালুকা থেকে একটি মিনি ট্রাক ছিনতাই করার ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাতে ট্রাকটির চালক মনির হোসনে জরুরি পরিসেবা নম্বর ৯৯৯–এ কল করে এ নিয়ে অভিযোগ করেন। ট্রাকটি সিরাজগঞ্জ থেকে মালামাল নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে যাচ্ছিল। 

চালক মনির জানান, জামালপুর সদর থানা এলাকায় একটি মাইক্রোবাসে এসে চার থেকে পাঁচজন পুলিশ পরিচয় দিয়ে তাঁর মিনি ট্রাকটি থামায়। এরপর ড্রাইভার, হেলপার ও কাপড় ব্যবসায়ীকে মারধর করে নামিয়ে দিয়ে তারা নিজেরা মিনি ট্রাকটি চালিয়ে নিয়ে পালিয়ে যায়। মিনি ট্রাকটিতে প্রায় ১৪ লাখ টাকার কাপড় ছিল। 

মনির আরও জানান, ট্রাকটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তিনি দেখতে পারেন ছিনতাইয়ের পর ট্রাকটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পরে জরুরি পরিসেবা নম্বর ৯৯৯-এ কল করেন তিনি। সংবাদ পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশের টহল সড়কে তৎপর হয়ে ওঠে। ময়মনসিংহের ভালুকা থানার পুলিশের একটি দল মিনি ট্রাকটিকে দেখতে পেয়ে ধাওয়া করে। একপর্যায়ে ছিনতাইকারীরা মিনি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। 

ভালুকা থানার এসআই রেজাউল বলেন, মালামালসহ মিনি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মালিকের কাছে হস্তান্তরের জন্য মিনি ট্রাকটি জামালপুর সদর থানায় রাখা হয়েছে। 

এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন