হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ পরিচয়ে মিনি ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ পরিচয়ে ময়মনসিংহের ভালুকা থেকে একটি মিনি ট্রাক ছিনতাই করার ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাতে ট্রাকটির চালক মনির হোসনে জরুরি পরিসেবা নম্বর ৯৯৯–এ কল করে এ নিয়ে অভিযোগ করেন। ট্রাকটি সিরাজগঞ্জ থেকে মালামাল নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে যাচ্ছিল। 

চালক মনির জানান, জামালপুর সদর থানা এলাকায় একটি মাইক্রোবাসে এসে চার থেকে পাঁচজন পুলিশ পরিচয় দিয়ে তাঁর মিনি ট্রাকটি থামায়। এরপর ড্রাইভার, হেলপার ও কাপড় ব্যবসায়ীকে মারধর করে নামিয়ে দিয়ে তারা নিজেরা মিনি ট্রাকটি চালিয়ে নিয়ে পালিয়ে যায়। মিনি ট্রাকটিতে প্রায় ১৪ লাখ টাকার কাপড় ছিল। 

মনির আরও জানান, ট্রাকটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তিনি দেখতে পারেন ছিনতাইয়ের পর ট্রাকটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পরে জরুরি পরিসেবা নম্বর ৯৯৯-এ কল করেন তিনি। সংবাদ পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশের টহল সড়কে তৎপর হয়ে ওঠে। ময়মনসিংহের ভালুকা থানার পুলিশের একটি দল মিনি ট্রাকটিকে দেখতে পেয়ে ধাওয়া করে। একপর্যায়ে ছিনতাইকারীরা মিনি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। 

ভালুকা থানার এসআই রেজাউল বলেন, মালামালসহ মিনি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মালিকের কাছে হস্তান্তরের জন্য মিনি ট্রাকটি জামালপুর সদর থানায় রাখা হয়েছে। 

এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮