হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ পরিচয়ে মিনি ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ পরিচয়ে ময়মনসিংহের ভালুকা থেকে একটি মিনি ট্রাক ছিনতাই করার ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাতে ট্রাকটির চালক মনির হোসনে জরুরি পরিসেবা নম্বর ৯৯৯–এ কল করে এ নিয়ে অভিযোগ করেন। ট্রাকটি সিরাজগঞ্জ থেকে মালামাল নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে যাচ্ছিল। 

চালক মনির জানান, জামালপুর সদর থানা এলাকায় একটি মাইক্রোবাসে এসে চার থেকে পাঁচজন পুলিশ পরিচয় দিয়ে তাঁর মিনি ট্রাকটি থামায়। এরপর ড্রাইভার, হেলপার ও কাপড় ব্যবসায়ীকে মারধর করে নামিয়ে দিয়ে তারা নিজেরা মিনি ট্রাকটি চালিয়ে নিয়ে পালিয়ে যায়। মিনি ট্রাকটিতে প্রায় ১৪ লাখ টাকার কাপড় ছিল। 

মনির আরও জানান, ট্রাকটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তিনি দেখতে পারেন ছিনতাইয়ের পর ট্রাকটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পরে জরুরি পরিসেবা নম্বর ৯৯৯-এ কল করেন তিনি। সংবাদ পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশের টহল সড়কে তৎপর হয়ে ওঠে। ময়মনসিংহের ভালুকা থানার পুলিশের একটি দল মিনি ট্রাকটিকে দেখতে পেয়ে ধাওয়া করে। একপর্যায়ে ছিনতাইকারীরা মিনি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। 

ভালুকা থানার এসআই রেজাউল বলেন, মালামালসহ মিনি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মালিকের কাছে হস্তান্তরের জন্য মিনি ট্রাকটি জামালপুর সদর থানায় রাখা হয়েছে। 

এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ