হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার ঘরিষার ইউনিয়নের চর লাউলানি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার ও বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী মতিউর রহমান সাগর বলেন, ‘রাত আনুমানিক ১১টার সময় আমার বাড়ির ভেতরে ও বাইরে একদল মুখোশধারী সন্ত্রাসী প্রায় ৮ থেকে ১০টি হাত বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। কিছুদিন পূর্বে একই সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায় এবং আমাকে মেরে চোখ বেঁধে বাজারের পাশে জঙ্গলের মধ্যে ফেলে রাখে। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আসা করছি, পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনবে।’

এদিকে ঘটনার পর পর বোমা হামলার প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন