হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে নাজমুল হাসান মিন্টু (২৪) নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী থানায় সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তির নাম নাজমুল হাসান মিন্টু বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ওই যুবক সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। এ ছাড়া চাকরি, সালিস বা কোনো আসামি গ্রেপ্তার হলে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেও টাকা আদায় করে আসছিলেন।

এ বিষয়ে রাজবাড়ী থানায় হোটেল মালিক জগদীশ চন্দ্রপাল একটি মামলা করেন। এ ছাড়া সময় টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি আশিকুর রহমান একটি জিডি করেন। এসব অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সদর থানা-পুলিশ শহরের আনছার ক্যাম্প এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড এবং বিভিন্ন ব্যক্তির ভোটার আইডি কার্ড জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান বলেন, গ্রেপ্তার নাজমুল হাসান মিন্টু বিভিন্ন জায়গায় সময় টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বলে পরিচয় দিতেন। আজ বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির