হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে নাজমুল হাসান মিন্টু (২৪) নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী থানায় সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তির নাম নাজমুল হাসান মিন্টু বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ওই যুবক সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। এ ছাড়া চাকরি, সালিস বা কোনো আসামি গ্রেপ্তার হলে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেও টাকা আদায় করে আসছিলেন।

এ বিষয়ে রাজবাড়ী থানায় হোটেল মালিক জগদীশ চন্দ্রপাল একটি মামলা করেন। এ ছাড়া সময় টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি আশিকুর রহমান একটি জিডি করেন। এসব অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সদর থানা-পুলিশ শহরের আনছার ক্যাম্প এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড এবং বিভিন্ন ব্যক্তির ভোটার আইডি কার্ড জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান বলেন, গ্রেপ্তার নাজমুল হাসান মিন্টু বিভিন্ন জায়গায় সময় টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বলে পরিচয় দিতেন। আজ বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে