হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পরিত্যক্ত একটি কার্টন থেকে এক পুরুষের মাথা ও মরদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ঢাকার কেরানীগঞ্জে পলিথিনে মোড়ানো তিনটি কার্টন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহের খণ্ডিত বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খণ্ডাংশগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টন থেকে এক পুরুষের মাথা ও খণ্ডিত কিছু অংশ উদ্ধার হয়েছে। কেরানীগঞ্জে উদ্ধার হওয়া খণ্ডাংশগুলো নিহত ওই ব্যক্তির বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে স্থানীয় বাসিন্দারা একটি কার্টন নিয়ে কুকুরকে টানাটানি করতে দেখেন। তখন সন্দেহ হলে তাঁরা ওই কার্টনের কাছে গিয়ে দেখতে পান, ভেতরে মানবদেহের খণ্ডিত বিভিন্ন অংশ। পরে তাঁরা পুলিশকে খবর দিলে মডেল থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করে। খণ্ডিত অংশের মধ্যে ওই ব্যক্তির মাথা পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, নিহত ওই ব্যক্তির বয়স হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। তাঁর গায়ের রং শ্যামলা বর্ণের। তাঁকে হত্যার পর অন্য কোথাও থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু