হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে চলন্ত ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে জেনারেটর বগি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

আগুনে পুড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেনের বগি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে লাগা আগুন ২৩ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ট্রেনের জেনারেটর বগি পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বেলা ১১টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের জেনারেটর বগিতে আগুন লাগে। এরপর ট্রেন থামিয়ে সব যাত্রীদের নামতে সুযোগ করে দেওয়া হয়। স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে জেনারেটর বগি পুড়ে যায়।’

মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার চালক আজিজুল রহমান বলেন, ‘ট্রেনটি যখন সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছে এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা আগুন বলে চিৎকার শুরু করে। তখন আমি ট্রেনের গতিরোধ করে ট্রেনটি থামিয়ে দিই।’

আগুনে পুড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেনের বগির ভেতরের অংশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের সময় আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আগুন অনন্য বগিতে যেন ছড়িয়ে না পড়ে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়ে জেনারেটরের অতিরিক্ত হিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন