হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

নিহত আব্দুল বারেক। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী থেকে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালীতলা এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি নৌফাঁড়ির পরিদর্শক নাসিম আহমেদ।

নিহত আব্দুল বারেক (৬০) মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বারেক ৭ জানুয়ারি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। আজ সকালে হরিরামপুরের কালীতলা এলাকার একটি ভাসমান রেস্তোরাঁর পাশে তাঁর মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরাও সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, ‘কালীতলা এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে হরিরামপুর ও শিবালয় থানা-পুলিশের পাশাপাশি নৌ পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক