রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ৬ আসামির জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই জামিন আবেদন ফেরত দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া জানান, আসামিরা আগাম জামিনের জন্য আদালতে হাজির হয়ে আবেদন করেছিলেন। আদালত অনুমতি না দিয়ে সরাসরি আবেদন ফেরত দিয়েছেন।
৫ সেপ্টেম্বর সকালে রাজশাহী বিএমডিএ কার্যালয় থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলছিল। ওই সময় এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁদের ক্যামেরা ও বুম ভেঙে ফেলে হামলাকারীরা।
ওই ঘটনায় দিন রাতেই সাতজনের নাম উল্লেখ করে হামলার শিকার বুলবুল হাবিব বাদী হয়ে মামলা করেন। মামলায় ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আরও পড়ুন: