হোম > সারা দেশ > ঢাকা

ফুল দিয়ে অভিনন্দন না জানানোর অনুরোধ নবনিযুক্ত জবি উপাচার্যের

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে অভিনন্দন না জানাতে অনুরোধ জানানো হয়েছে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে অভিনন্দন না জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। 

এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য রেজাউল করিম বলেন, ‘সবাই শুভেচ্ছা জানাতে আসতে পারবেন। কাউকে কোনো নিষেধ নেই। কিন্তু ফুল না নিয়ে আসার জন্য অনুরোধ থাকবে।’ 

উপাচার্য আরও বলেন, ‘অনেক ত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে, অনেক রক্ত ঝরেছে, আবার বন্যাও হলো। অনেক ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা। সে জন্য আমাদের খেয়াল রাখতে হবে শুভেচ্ছা জানানোটা যেন উদ্‌যাপনের পর্যায়ে চলে না যায়।’ 

এর আগে, আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নিয়োগ পাওয়া প্রথম উপাচার্য।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার