হোম > সারা দেশ > গাজীপুর

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরে অর্ধেক মাসের বেতন ও ঈদ উৎসব ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা।

আজ মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হংকং সাংহাই মানজালা টেক্সটাইল মিলস্ নামক ওই কারখানার শ্রমিকেরা।

কারখানার নারী শ্রমিক সুমি আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ঈদ উৎসব ভাতা প্রধান করেনি কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি আমাদের দাবি ছিল, মাসের অর্ধেক বেতন দেওয়ারও কোনো আশ্বাস পাচ্ছি না। তাই বাধ্য হয়ে মহাসড়কে আসছি।’

সজীব নামের ওই কারখানার অপর এক শ্রমিক জানান, ‘আমরা বেতন-বোনাসের আশায় বসে থাকি, ঈদে একটু আনন্দ করতে। তা-ও হচ্ছে না। আমাদের বেতন ও উৎসব ভাতার খবর নাই। আমরা বেতন ও উৎসব ভাতা না পাইলে ঈদে বাড়ি যাওয়া হবে না।’

এ বিষয়ে কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা উজ্জ্বল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৫ তারিখ আমরা বেতন পরিশোধ করেছি। বোনাস-ভাতা বন্ধের আগেই দেওয়া হবে। আশপাশের অন্যান্য কারখানা যদি অর্ধেক বেতন দেয়, তাহলে আমরাও দেব। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। শ্রমিকেরা হঠাৎ করে মহাসড়কে চলে গেছে।’

 গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রওনা দিয়েছেন, ওনারা এসে এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করবেন।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। সেখানে গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার