হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে টিউলিপ বাগান পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের কৃষি উদ্যোক্তা দেলোয়ার-শেলী দম্পতির টিউলিপ বাগান পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার সিরুজিম্যাথ সামির। 

আজ বুধবার সকালে টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করেন তিনি। 

টিউলিপ বাগানের প্রশংসা করে হাইকমিশনার সিরুজিম্যাথ সামির জানান, বাংলাদেশে টিউলিপ ফুটতে দেখে তিনি বেশ খুশি হয়েছেন। টিউলিপ বাগানটি তাঁর কাছে খুব সুন্দর লেগেছে। তিনি বাংলাদেশে টিউলিপ বাগানের ভবিষ্যৎ সফলতা কামনা করেন। টিউলিপ ফুল বাংলাদেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। 

টিউলিপ বাগানের উদ্যোক্তা দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকমিশনার তাঁদের সঙ্গে টিউলিপ বাগান ঘুরে দেখেছেন। এ সময় তিনি ফুলের সঙ্গে বেশ কিছু ছবি তোলেন। পরে তাঁর সঙ্গে থাকা সহকর্মীদের নিয়ে টিউলিপ বাগান পরিদর্শন করেন।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন—হাই কমিশনের থার্ড সেক্রেটারি ফাথিম্যাথ মোহামেদ দিদিসহ কমিশনের প্রশাসনিক প্রটোকল কর্মকর্তা আরিফুল ইসলাম, উদ্যোক্তা দেলোয়ার হোসেন ও তার সহধর্মিণী শেলী। 

উল্লেখ্য, কৃষি উদ্যোক্তা এ নিয়ে চার বছর যাবৎ নেদারল্যান্ডসের টিউলিপ বাগান করে সফলতা পেয়েছেন। এ বছর প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে টিউলিপ ফুল বিক্রি শুরু করেছেন। শ্রীপুর ছাড়াও তিনি দিনাজপুর, রাজশাহী ও চট্টগ্রামে টিউলিপ ফুলের বাল্ব বিক্রি করেছেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন