হোম > সারা দেশ > ঢাকা

ভাইয়ের আত্মহত্যার চেষ্টা, বোনের কলে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন ভাই। দেখে ফেলায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন বোন। তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। 

ঘটনাটি ঘটেছে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায়। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় ফোন পায় জরুরি সেবা সেল। হাতিরঝিল থানা পুলিশ দ্রুত গিয়ে দরজা ভেঙে যুবককে উদ্ধার করে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। 

আনোয়ার সাত্তার জানান, রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ থেকে এক নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানান, তাঁর ভাই আত্মহত্যার চেষ্টা করেছে। কনস্টেবল আব্দুল্লাহ মনসুর কলটি রিসিভ করেন। মনসুর তাৎক্ষণিকভাবে হাতিরঝিল থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে ৯৯৯ ডিসপ্যাচার এসআই জয়ন্ত ঘরামী কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধারের পদক্ষেপ নেন। 

আনোয়ার সাত্তার আরও জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল দ্রুত গিয়ে মধুবাগের একটি বহুতল ভবনের ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করে। দরজার ভাঙার আগেই আত্মহত্যার চেষ্টাকারী যুবক (২৫) দরজা খুলে বেরিয়ে আসেন। তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা যায়। 

পারিবারিক বিভিন্ন সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন