হোম > সারা দেশ > ঢাকা

ভাইয়ের আত্মহত্যার চেষ্টা, বোনের কলে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন ভাই। দেখে ফেলায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন বোন। তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। 

ঘটনাটি ঘটেছে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায়। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় ফোন পায় জরুরি সেবা সেল। হাতিরঝিল থানা পুলিশ দ্রুত গিয়ে দরজা ভেঙে যুবককে উদ্ধার করে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। 

আনোয়ার সাত্তার জানান, রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ থেকে এক নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানান, তাঁর ভাই আত্মহত্যার চেষ্টা করেছে। কনস্টেবল আব্দুল্লাহ মনসুর কলটি রিসিভ করেন। মনসুর তাৎক্ষণিকভাবে হাতিরঝিল থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে ৯৯৯ ডিসপ্যাচার এসআই জয়ন্ত ঘরামী কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধারের পদক্ষেপ নেন। 

আনোয়ার সাত্তার আরও জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল দ্রুত গিয়ে মধুবাগের একটি বহুতল ভবনের ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করে। দরজার ভাঙার আগেই আত্মহত্যার চেষ্টাকারী যুবক (২৫) দরজা খুলে বেরিয়ে আসেন। তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা যায়। 

পারিবারিক বিভিন্ন সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির