হোম > সারা দেশ > ঢাকা

ভাইয়ের আত্মহত্যার চেষ্টা, বোনের কলে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন ভাই। দেখে ফেলায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন বোন। তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। 

ঘটনাটি ঘটেছে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায়। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় ফোন পায় জরুরি সেবা সেল। হাতিরঝিল থানা পুলিশ দ্রুত গিয়ে দরজা ভেঙে যুবককে উদ্ধার করে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। 

আনোয়ার সাত্তার জানান, রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ থেকে এক নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানান, তাঁর ভাই আত্মহত্যার চেষ্টা করেছে। কনস্টেবল আব্দুল্লাহ মনসুর কলটি রিসিভ করেন। মনসুর তাৎক্ষণিকভাবে হাতিরঝিল থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে ৯৯৯ ডিসপ্যাচার এসআই জয়ন্ত ঘরামী কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধারের পদক্ষেপ নেন। 

আনোয়ার সাত্তার আরও জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল দ্রুত গিয়ে মধুবাগের একটি বহুতল ভবনের ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করে। দরজার ভাঙার আগেই আত্মহত্যার চেষ্টাকারী যুবক (২৫) দরজা খুলে বেরিয়ে আসেন। তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা যায়। 

পারিবারিক বিভিন্ন সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু