হোম > সারা দেশ > ঢাকা

টাকা চুরির পর জাহাঙ্গীর টাওয়ারের রেস্তোরাঁয় আগুন দেন কর্মচারী: পুলিশ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর কারওয়ান বাজারে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে আগুন। ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজারে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে পরিকল্পিত অগ্নিকাণ্ডের অভিযোগে মেহেদী হাসান রিমন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানটির কর্মচারী। রেস্তোরাঁ থেকে টাকা চুরি বিষয়টি আড়াল করতে তিনি পরিকল্পিতভাবে আগুন দেন বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তেজগাঁও থানা সূত্রে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় অবস্থিত পেয়ালা ক্যাফেতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার, কম্পিউটার ও মালামাল পুড়ে যায়। পাশাপাশি ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়।

পরে রেস্টুরেন্টের মালিক মঞ্জুরুল আলম খান (৫২) থানায় অভিযোগ দায়ের করলে তেজগাঁও থানায় মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়।

তেজগাঁও থানা সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মেহেদীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বড় অঙ্কের টাকা লোকসান করেন। সে জন্য ওই টাকা চুরি করেন। চুরির বিষয়টি আড়াল করতে পরিকল্পিতভাবে সেখানে আগুন লাগান।

এ ছাড়া, মেহেদীর বিরুদ্ধে নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ১০ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ রয়েছে, যা নিয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা রয়েছে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট