রাজধানীর তুরাগের একটি ভাড়া বাসা থেকে মোছা. সাবিনা ইয়াছমিন আশা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তুরাগ থানার বামনারটেক রমজাম মার্কেটের ৪ নম্বর সড়কের ৩৫ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে হয়।
সাবিনা ইয়াছমিন আশা পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার পাইকখালী গ্রামের মঈনুল ইসলামের মেয়ে। ওই ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে বসবাস করতেন সালমা।
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগের রমজান মার্কেটের একটি ভাড়া বাড়ি থেকে সাবিনা ইয়াছমিন আশা নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি মওদুদ বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সুরতহাল রিপোর্টের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মনে হচ্ছে তিনি পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন।’