হোম > সারা দেশ > গাজীপুর

গণহত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ, অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বিএনপির বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের দ্রুত গ্রেপ্তার ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনির নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি স্থানীয় নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় কিছু সময়ের জন্য নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গীতে বিএনপির বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

স্টেশন রোড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে সরকার শাহানুর ইসলাম রনি বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ ছাড়া আমার বাবা নুরুল ইসলাম সরকার মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর ধরে কারাবন্দী। অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

বিক্ষোভ মিছিলে অংশ নেন গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্যসচিব বীর রহমান, খোরশেদ আলম, রিয়াজ আহমেদ, হাবিবুর রহমান মিথুন, জামাল হোসেন, সানজিদ আহমেদ মিথুন, সিরাজুল ইসলাম, আলী মামুন টুটুল, রনি দেওয়ান, রানা হোসেন, রনি মোল্লা প্রমুখ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু