হোম > সারা দেশ > গাজীপুর

গণহত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ, অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বিএনপির বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের দ্রুত গ্রেপ্তার ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনির নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি স্থানীয় নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় কিছু সময়ের জন্য নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গীতে বিএনপির বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

স্টেশন রোড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে সরকার শাহানুর ইসলাম রনি বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ ছাড়া আমার বাবা নুরুল ইসলাম সরকার মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর ধরে কারাবন্দী। অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

বিক্ষোভ মিছিলে অংশ নেন গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্যসচিব বীর রহমান, খোরশেদ আলম, রিয়াজ আহমেদ, হাবিবুর রহমান মিথুন, জামাল হোসেন, সানজিদ আহমেদ মিথুন, সিরাজুল ইসলাম, আলী মামুন টুটুল, রনি দেওয়ান, রানা হোসেন, রনি মোল্লা প্রমুখ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন