হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী আবদুর রহমান, এসপি কাজী শফিকুলসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য মো. আবদুর রহমান। ছবি: সংগৃহীত

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য মো. আবদুর রহমান, গাজীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) বর্তমানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত কাজী শফিকুল আলমসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পৃথকভাবে এই নির্দেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক নির্দেশ দেন। পৃথকভাবে চারটি আবেদন করেন দুদকের কর্মকর্তারা।

দুদকের যেসব কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন, তাঁরা হলেন উপপরিচালক মো. খায়রুল হক, সহকারী পরিচালক মো. সহিদুর রহমান ও উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু।

অন্য যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাঁরা হলেন সাবেক মন্ত্রী আবদুর রহমানের স্ত্রী মির্জা নাহিদা হোসেন, সাবেক এসপি শফিকুলের স্ত্রী জিনিয়া ফারজানা, মেয়ে কাজী আরিয়া বিনতে শফিক ও কাজী আনুশা বিনতে শফিক, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর এপিএস আ ন ম আহমাদুল বাশার ও তাঁর স্ত্রী হাকিমুন নাহার, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান কাজী নাদির হোসেন লিপু এবং একই প্রতিষ্ঠানের কর্মকর্তা শামসুল আরেফিন।

দুদকের আবেদনগুলোতে বলা হয়েছে, যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে, তাঁরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি অর্থ লুটপাট করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদক পৃথকভাবে অনুসন্ধান করছে।

অনুসন্ধানকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। তাঁরা পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অবৈধ সম্পদগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এমতাবস্থায় তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু