হোম > সারা দেশ > ঢাকা

জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে বাধা নেই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে থাকা নিয়ে দায়ের করা রিট দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে আগামী ১২ আগস্ট জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আলাউদ্দিন আহমেদ ও মো. শামসোজ্জাহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে ও সুবীর নন্দী।

আইনজীবী সুবীর নন্দী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়সের মেয়াদ নির্ধারণ করা আছে আইনে। কিন্তু ভিসির বয়সের কোনো সীমা উল্লেখ করা নেই। ওই রিট যথাযথ হয়নি। তাই যথাযথভাবে আবেদন করার নির্দেশ দিয়ে দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন আদালত। আর এই আদেশের ফলে আগামী ১২ আগস্ট উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই বলে জানান তিনি।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (উপাচার্য) অধ্যাপক নুরুল আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ আগস্ট রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুজ্জোহা। সেই সঙ্গে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠান স্থগিত চাওয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট