হোম > সারা দেশ > ঢাকা

জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে বাধা নেই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে থাকা নিয়ে দায়ের করা রিট দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে আগামী ১২ আগস্ট জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আলাউদ্দিন আহমেদ ও মো. শামসোজ্জাহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে ও সুবীর নন্দী।

আইনজীবী সুবীর নন্দী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়সের মেয়াদ নির্ধারণ করা আছে আইনে। কিন্তু ভিসির বয়সের কোনো সীমা উল্লেখ করা নেই। ওই রিট যথাযথ হয়নি। তাই যথাযথভাবে আবেদন করার নির্দেশ দিয়ে দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন আদালত। আর এই আদেশের ফলে আগামী ১২ আগস্ট উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই বলে জানান তিনি।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (উপাচার্য) অধ্যাপক নুরুল আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ আগস্ট রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুজ্জোহা। সেই সঙ্গে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠান স্থগিত চাওয়া হয়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল