হোম > সারা দেশ > ঢাকা

হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন তৃতীয় স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিরো আলম ও তাঁর স্ত্রী রিয়া মনি। ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় তাঁর তৃতীয় স্ত্রী রিয়া মনিসহ দুজনকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোসিতা ইসলাম তাঁদের জামিন দেন।

জামিন পাওয়া অন্যজন হলেন কামরুল ইসলাম রিয়াজ। তিনি রিয়া মনির বন্ধু।

বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. মোস্তানছির বিল্লাহ তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী আতিকুর রহমান খান জামিন চেয়ে আবেদন করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে অপরাধ বিবেচনায় আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আগামী ২৭ জুলাই পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোকছেদুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

হত্যাচেষ্টার অভিযোগে গতকাল শনিবার হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। পরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রিয়া মনি সম্পর্কে হিরো আলমের তৃতীয় স্ত্রী। গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় ভাড়া বাসায় হিরো আলম গিয়ে দেখেন রিয়া মনি এবং রিয়াজ রুমের ভেতর দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। তখন হিরো আলম তাঁর স্ত্রী রিয়া মনি ও রিয়াজকে একসঙ্গে বেড রুমে অবস্থানের কারণ জিজ্ঞাসা করেন। তাঁরা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এ সময় রিয়া মনি তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একপর্যায়ে রিয়া মনি এবং আরেক আসামি আবদুল্লাহ হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে হিরো আলমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করেন। রিয়ার নির্দেশে তাঁকে গলা চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকারের আমলে হিরো আলম দুই দুইবার সংসদ সদস্য পদে নির্বাচন করে আলোচনায় আসেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে