হোম > সারা দেশ > ঢাকা

হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন তৃতীয় স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিরো আলম ও তাঁর স্ত্রী রিয়া মনি। ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় তাঁর তৃতীয় স্ত্রী রিয়া মনিসহ দুজনকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোসিতা ইসলাম তাঁদের জামিন দেন।

জামিন পাওয়া অন্যজন হলেন কামরুল ইসলাম রিয়াজ। তিনি রিয়া মনির বন্ধু।

বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. মোস্তানছির বিল্লাহ তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী আতিকুর রহমান খান জামিন চেয়ে আবেদন করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে অপরাধ বিবেচনায় আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আগামী ২৭ জুলাই পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোকছেদুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

হত্যাচেষ্টার অভিযোগে গতকাল শনিবার হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। পরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রিয়া মনি সম্পর্কে হিরো আলমের তৃতীয় স্ত্রী। গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় ভাড়া বাসায় হিরো আলম গিয়ে দেখেন রিয়া মনি এবং রিয়াজ রুমের ভেতর দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। তখন হিরো আলম তাঁর স্ত্রী রিয়া মনি ও রিয়াজকে একসঙ্গে বেড রুমে অবস্থানের কারণ জিজ্ঞাসা করেন। তাঁরা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এ সময় রিয়া মনি তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একপর্যায়ে রিয়া মনি এবং আরেক আসামি আবদুল্লাহ হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে হিরো আলমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করেন। রিয়ার নির্দেশে তাঁকে গলা চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকারের আমলে হিরো আলম দুই দুইবার সংসদ সদস্য পদে নির্বাচন করে আলোচনায় আসেন।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮